স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরাঙ্গা অভিযান। এই কর্মসূচিটি ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে, ভারতীয় পতাকা তিরঙা ব্যবহার এবং উত্তোলন সম্পর্কিত ভারতীয় পতাকা কোডের অধীনে নিয়মগুলি জানা প্রয়োজন।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরাঙ্গা অভিযান। এই কর্মসূচিটি ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে, ভারতীয় পতাকা তিরঙা ব্যবহার এবং উত্তোলন সম্পর্কিত ভারতীয় পতাকা কোডের অধীনে নিয়মগুলি জানা প্রয়োজন।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরাঙ্গা অভিযান। এই কর্মসূচিটি ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে, ভারতীয় পতাকা তিরঙা ব্যবহার এবং উত্তোলন সম্পর্কিত ভারতীয় পতাকা কোডের অধীনে নিয়মগুলি জানা প্রয়োজন।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরাঙ্গা অভিযান। এই কর্মসূচিটি ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে, ভারতীয় পতাকা তিরঙা ব্যবহার এবং উত্তোলন সম্পর্কিত ভারতীয় পতাকা কোডের অধীনে নিয়মগুলি জানা প্রয়োজন।
1/6সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের পতাকা বিধি পরিবর্তন করেছে। এর ফলে এখন দিন ও রাতে তিরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হবে। এছাড়াও এখন পলিয়েস্টার ও মেশিনের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে। (PRO Defence Srinagar Twitter)
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরাঙ্গা অভিযান। এই কর্মসূচিটি ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে, ভারতীয় পতাকা তিরঙা ব্যবহার এবং উত্তোলন সম্পর্কিত ভারতীয় পতাকা কোডের অধীনে নিয়মগুলি জানা প্রয়োজন।
1/6সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের পতাকা বিধি পরিবর্তন করেছে। এর ফলে এখন দিন ও রাতে তিরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হবে। এছাড়াও এখন পলিয়েস্টার ও মেশিনের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে। (PRO Defence Srinagar Twitter)
4/6বর্তমানে পতাকা উত্তোলনে কোনও বাধা নেই। এটি সাধারণ মানুষ, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যরা বাড়িতেও উত্তোলন করতে পারেন। যে কোনও দিন, যেকোনও অনুষ্ঠানে পতাকাকে সম্মান জানিয়ে তা উত্তোলন করা যেতে পারে। (PRO Defence Srinagar Twitter)
4/6বর্তমানে পতাকা উত্তোলনে কোনও বাধা নেই। এটি সাধারণ মানুষ, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যরা বাড়িতেও উত্তোলন করতে পারেন। যে কোনও দিন, যেকোনও অনুষ্ঠানে পতাকাকে সম্মান জানিয়ে তা উত্তোলন করা যেতে পারে। (PRO Defence Srinagar Twitter)
3/7রবিবার (১৪ অগস্ট): দক্ষিণবঙ্গের চারটি জেলায় (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বইবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
Rain Forecast in extended weekend: শনিবার, রবিবার, তারপর স্বাধীনতা দিবস – লম্বা সপ্তাহান্ত অনেকেই কাছেপিঠে কোথাও ঘুরে আসার পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে সেইসময় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার কাছে একটি নিম্নচাপ জন্ম দিতে পারে। তা শক্তি বাড়ালে ভারী বৃষ্টি হবে। কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন –
1/7শনিবার (১৩ অগস্ট): দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারইমধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (ছবিটি প্রতীকী), সৌজন্যে পিটিআই)
আপনার বয়স ৬০ সাল বা তার বেশি তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে ভারতের প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দুর্দান্ত প্রকল্প। এই প্রকল্প ভারতের প্রবীণ নাগরিকদের আর্থিকভাবে সচ্ছল এবং সমর্থ্য করে তুলবে। সরকারের তরফ থেকে ভারতের প্রবীণ নাগরিকদের দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা। এই প্রকল্পের সাথে জুড়লে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন পেনশন।
ADVERTISEMENT
. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকার ১১টি কিস্তি এখনো পর্যন্ত কৃষকের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই অর্থবর্ষের ব্যাপারে বলতে গেলে আগস্ট থেকে নভেম্বর মাসের হিসাব করলে এখনো পর্যন্ত ১০,৩৩,৬৫,৬৬২ জন কৃষকের খাতায় এই টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এপ্রিল মাস থেকে জুলাই মাসের কিস্তিতে ১২ কোটি মানুষ এই প্রকল্পের লাভ গ্রহণ করতে পেরেছিলেন। ৬০ বছর বয়সের পরে প্রত্যেক মাসে তিন হাজার টাকা পেনশন আপনারা এই প্রকল্পের মাধ্যমে পেতে থাকবেন। অর্থাৎ প্রতি বছরে আপনারা পাবেন ৩৬ হাজার টাকা করে। তবে হ্যাঁ যদি আপনি এই নতুন প্রকল্পে পেনশন গ্রহণ করতে চান, তাহলে কিন্তু আপনাদের কিছু টাকা নিবেশ করতে হবে।ADVERTISEMENTএর জন্য আপনাকে এই প্রকল্পের ব্যাপারে সবকিছু আগে থেকে জেনে নিতে হবে। এজন্য প্রথমে আপনি নিজের কাছাকাছি জনসেবা কেন্দ্রে চলে যান। যদি আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা না গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে সেখানে সমস্ত রকমের ডকুমেন্ট জমা করতে হবে এবং তারপর গ্রাম স্তরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। তারপরে আপনাকে নিজের আবেদনপত্রের সঙ্গে আপনার আধার কার্ড এবং আপনার ব্যক্তিগত সমস্ত ডকুমেন্ট জুড়তে হবে। তারপরে সাবস্ক্রাইবারের আয়ু অনুযায়ী কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে তাকে কত টাকা করে প্রতিমাসে বিনিয়োগ করতে হবে
এই সংস্থার তথ্য খতিয়ে দেখতে গিয়ে ইডি কর্তারা জানতে পেরেছেন আদতে এই সংস্থার ১০০ শতাংশ শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যের নামে।এই টেক্সটাইল সংস্থায় পনেরো শতাংশ শেয়ার ছিল তার স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে। এছাড়াও ৭৫ শতাংশ তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় ও দশ শতাংশ জামাই কল্যাণময় ভট্টাচার্য নামে শেয়ার ছিল। তথ্য বলছে ২০১৬ সাল পর্যন্ত এই তিনজনেরই শেয়ার ছিল টেক্সটাইল সংস্থা অনন্ত টেক্সফাব প্রাইভেট লিমিটেডে।
ইডি সূত্রে খবর যখন কোম্পানির শেয়ার হস্তান্তর দেখানো হয় তখন বলা হয় কোম্পানিটি লোকসানের মধ্যে যাচ্ছে কিন্তু নথি বলছে এই কোম্পানির কোষাগারে উদ্বৃত্ত হিসেবে প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা ছিল। সেই সময়ই প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে থাকা শেয়ারের অংশ হস্তান্তর করা হয় ইচ্ছে এন্টারটেইনমেন্টের কাছে। পরবর্তীতে সোহিনী ও জামাই কল্যাণময় এর নামে থাকা শেয়ার কিনে নেয় অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই টাকায় নিয়োগ দুর্নীতি থেকে তোলা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা ই ডি। আর সেই নথিকে পরবর্তীতে চার্জ শিট দেওয়ার ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Published by: Suman Biswas
First published: August 11, 2022, 13:57 IST
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
#কলকাতা: শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, তার পরিবারে অন্য সদস্যরাও আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন। এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। আর এই তথ্যই পার্থ চট্টোপাধ্যায়ের কফিনে শেষ পেরেক বলেই মত ওয়াকিবহল মহলের। হেফাজতে থাকাকালীন তদন্তে অসহযোগিতা ও অর্পিতা মুখোপাধ্যায় সঙ্গে তেমন কোন সম্পর্ক না থাকার কথা জানালেও তথ্য কিন্তু বলছে অন্য কথা।
এমন এক নথি সামনে এসেছে তাতে অর্পিতা মুখোপাধ্যায় সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের শুধু মুখ চেনা সম্পর্ক নয়, আর্থিক লেনদেনের সম্পর্ক সামনে এনেছে। তাতে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, কন্যা ও জামাই সমভাবে জড়িত তার তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি।সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বিটি রোডের অভিজাত আবাসনের যে ফ্ল্যাট টিকে বিভিন্ন সংস্থার ঠিকানা হিসেবে দেখানো হয়েছে তারই একটি অনন্ত texfab প্রাইভেট লিমিটেড।
কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই নয়া নিয়োগ নিয়ে এগোতে চাইছে রাজ্য। আগামী বৃহস্পতিবার এ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে বড় সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্যের আইন দফতর। নিয়োগের জন্য অর্থ দফতরের সম্মতি পেয়ে গিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। বৃহস্পতিবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন হয়ে গেলেই রাজ্যে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।
ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।স্কুল শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই হাইকোর্টে জানানো হয়েছে রাজ্যের প্রধান শিক্ষকের পদে প্রায় আড়াই হাজার শূন্য পদে রয়েছে। সেই শূন্য পদ গুলিতেই নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য। যদিও স্কুল ভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা এসএসসিতে পাঠিয়ে দেবে বলেই সূত্রের খবর। তবে প্রাথমিকভাবে নিয়োগের বিধিতে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিলেই সেপ্টেম্বর মাসের গোড়াতেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে এসএসসি তেমনটাই কমিশনের আধিকারিকরা মনে করছেন।
) কাউন্ট ডাউন। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ (Festival) এই দুর্গা পুজো। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো একটি। চার ছেলেমেয়েকে নিয়ে উমা কৈলাশ থেকে মর্ত্যে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে, জাকজমকপূর্ণ ভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা।
হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার মর্তে আগমন (Devi Durga’s Arrival) ও গমন (Devi Durga’s Departure) যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। এই বছর মা দুর্গার আগমন বা গমন কোন বাহনে? আসুন জানা যাক…
২০২২ সালে দেবী দুর্গার আগমন (Devi Durga’s Arrival in 2022)
এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা।
২০২২ সালে দেবী দুর্গার আগমন গমন (Devi Durga’s Departure in 2022
) কাউন্ট ডাউন। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ (Festival) এই দুর্গা পুজো। বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো একটি। চার ছেলেমেয়েকে নিয়ে উমা কৈলাশ থেকে মর্ত্যে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে, জাকজমকপূর্ণ ভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা।
হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবীর দুর্গার মর্তে আগমন (Devi Durga’s Arrival) ও গমন (Devi Durga’s Departure) যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। এই বছর মা দুর্গার আগমন বা গমন কোন বাহনে? আসুন জানা যাক…
২০২২ সালে দেবী দুর্গার আগমন (Devi Durga’s Arrival in 2022)
এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা।
২০২২ সালে দেবী দুর্গার আগমন গমন (Devi Durga’s Departure in 2022