
Block video
List a few of your favorite things, or use this page to describe what you do.

Topic 1
Add a sentence or two about an idea, topic, or service you want to share with your readers.

Topic 2
Add a sentence or two about an idea, topic, or service you want to share with your readers.

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এ দিন সকাল আকাশে মেঘ থাকবে। বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই। সারাদিন মেঘলা থাকবে আকাশ। রাতের দিকে আরও মেঘলা হবে আকাশ। এদিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index- ১২ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ৯ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ১৯-২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। মঙ্গলবার রাতের দিকে আকাশে মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। সারা দিনে জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আগামীদিনে কেমন আবহাওয়া:
আগামীকাল, বুধবার জেলায় বৃষ্টি হবে। আকাশ মূলত মেঘলা থাকবে। বুধবার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের তুলনায় বৃষ্টি বাড়বে। সারাদিনই মেঘ থাকবে আকাশে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব মেদিনীপুরের দিনের বেলায় গড় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। Real Feel তুলনায় বেশি হবে। UV Index-৬ থাকবে।