এক লাফে ₹6000 টাকা বাড়বে বেতন? কর্মীদের বার্তা EPFO-র!
Produced by Akash Chatterjee | EiSamay.Com | Updated: Aug 15, 2022, 4:21 PM
EPFO- র সিদ্ধান্তে বড় সুবিধা হতে পারে গ্রাহকদের। বাড়তে পারে তাঁদের বেতন। যে সকল কর্মচারীরা বর্তমানে 15 হাজার টাকা বা তাঁর কম বেতন পান– তাঁরা এবার থেকে 21 হাজার টাকা বেতন পেতে পারেন।
হাইলাইটস
- বাড়ছে কর্মীদের বেতন?
- জল্পনা বাড়াল EPFO।
- ন্যূনতম বেতন দাঁড়াতে পারে 21 হাজার টাকা।

কর্মীদের বড় বার্তা দিল এম্পলয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( Employees Provident Fund Organisation) বা EPFO। শীঘ্রই কি ন্যূনতম বেতন বাড়তে চলেছে কর্মীদের? উঠেছে জল্পনা। যা জানা যাচ্ছে, তা হল শীঘ্রই যে সকল কর্ম্পচারীদের বেতন 15 হাজার টাকা অথবা 15 হাজার টাকার কম– তাঁদের বেতন বৃদ্ধি করে 21 হাজার টাকা হতে চলেছে। অর্থাৎ, কর্মচারীদের বেতন এক লাফে 6 হাজার টাকা বাড়তে চলেছে। যার ফলে, কর্মচারীদের মূল্যবৃদ্ধির বাজারে বেশ কিছুটা সুবিধা হবে।
Subscribe to Notifications
দেশে বিপদসীমার উপরে মুদ্রাস্ফীতি। জুন মাসে মুদ্রাস্ফীতি ছিল 7% এর উপর। খাদ্য মুদ্রাস্ফীতি যেখানে 7.75% ছিল জুনে, সেখানে জুলাই মাসে 6.75% এসে দাঁড়িয়েছে এই মুদ্রাস্ফীতির পরিমাণ। অর্থাৎ 1% কমেছে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি। RBI ব্যাপক হারে রেপো রেট বৃদ্ধি করার ফলে কিছুটা প্রভাব পড়েছে– মুদ্রাস্ফীতির উপর। কিন্তু, এখনও মুদ্রাস্ফীতি বিপদসীমার উপরেই রয়েছে মুদ্রাস্ফীতি। 6.7%– এই সংখ্যাও বেশ অসুবিধাজনক নাগরিকদের জন্য। এই অবস্থায় নাগরিকদের হাতে অতিরিক্তি কিছুটা টাকা এলে ভালোই হয়।
Read More: EPFO: এক লাফে তিনগুণ হবে পেনশন? কর্মীদের বার্তা EPFO-র!
https://cfa12962616181bf01a4beb315a42afc.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html?n=0
চলতি আর্থিক বছরে কেন্দ্র PF এর উপরে সুদের হার কমিয়েছে। বর্তমানে EPFO বার্ষিক হারে সুদ দিচ্ছে 8.1% হারে। যা আগে ছিল 8.5%। অর্থাৎ 0.4% সুদের হার কমেছে। এই অবস্থায়, PF এর ন্যূনতম বেতন 21 হাজার টাকা করলে, তা গ্রাহকদের বিশেষ উপকারে আসবে।
https://d-30944614563907348613.ampproject.net/2207281718002/frame.htmlযদিও বিষয়টা আপাতত জল্পনার স্তরেই। EPFO এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।
চলতি অর্থবর্ষে অ্যাকাউন্টে PF এর সুদের টাকা ঢুকেছে কিনা কী ভাবে বুঝবেন?
https://cfa12962616181bf01a4beb315a42afc.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html?n=0EPFO আপনার অ্যাকাউন্টে সুদ পাঠিয়েছে কিনা, তা বোঝার বেশ কিছু উপায় আছে। দেখে নেওয়া যাক।
এম্পলয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ( Employees Provident Fund Organisation) বা EPFO-এর সদস্য যাঁরা, তাঁরা নিজেদের ফোন থেকে ‘EPFOHO UAN LAN’ লিখে 7738299899 এই নম্বরে নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে একটি SMS পাঠাতে হবে।
https://cfa12962616181bf01a4beb315a42afc.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html?n=0Read More: EPFO: পেনশন স্ট্যাটাস দেখবেন কী ভাবে? এক ক্লিকেই জানুন…
SMS ছাড়াও আপনি ফোনের মিসড কলের মাধ্যমে PF- এর ব্যালান্স চেক করতে পারবেন।
- EPFO- র সঙ্গে আপনার অ্যাকাউন্ট থাকলে, আপনি কেবলমাত্র একটি ফোনের মাধ্যমে সেই ব্যালান্স চেক করতে পারবেন। 7738299899 কিংবা 011-22901406 এই নম্বরে আপনি ফোন করে ব্যালেন্স জানতে পারবেন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 এই নম্বরে মিসড কল দিয়ে PF এর ব্যালান্স চেক করতে পারবেন।
এছাড়া EPFO-র পোর্টালে লগইন করে আপনি PF এর ব্যালেন্স চেক করতে পারবেন। Umang অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি Provident Fund এর ব্যালেন্স দেখে নিতে পারবেন।
Read More: EPFO: EPFO- র পরিষেবায় ক্ষুব্ধ? অভিযোগ জানাবেন কোথায়??
সম্পর্কিত খবর
- PF Interest Rates: অ্যাকাউন্টে ঢুকল PF এর সুদ, ব্যালেন্স চেক কী ভাবে? জানুন…
- EPFO: শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে ₹80 হাজার? কর্মীদের কী জানাচ্ছে EPFO?
- EPFO: PF অ্যাকাউন্টে ₹40 হাজার পাঠাতে চলেছে মোদী সরকার? এক ক্লিকেই জানুন…
- EPFO: কর্মচারীদের জন্য সুখবর, আরও সহজ পেনশনের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়া!
- EPFO: অগাস্টেই অ্যাকাউন্টে ₹1 লাখ পাঠাচ্ছে EPFO? জল্পনায় কর্মীরা…
পরের খবরHar Ghar Tiranga: ব্যাপক বিক্রি জাতীয় পতাকার! ‘Har Ghar Tiranga’ কর্মসূচিকে ধন্যবাদ বিক্রেতাদের…https://cfa12962616181bf01a4beb315a42afc.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html?n=0


এই সময় পড়ুন ও সব খবরের আপডেট পান
https://d-30944614563907348613.ampproject.net/2207281718002/frame.html
Web Title : Bengali News from EI Samay, TIL Network
- Bengali News
- Business
- Business News
- Epfo May Increase Minimum Salary Upto 21 Thousand Rupees Check News In Details