ভুলে গেলেন দেবের নামটাও, তুমুল সমালোচনার মুখে
August 21, 20221 Min Read
বিনোদন ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ। একটা সময় দেব-শুভশ্রীর সম্পর্কের রসায়ন ছিল টলি প্রেমীদের অন্যতম মুখরোচক গসিপ। ২০০৯ সালে চ্যালেঞ্জ ছবি দিয়ে জুটি বাঁধেন দেব ও শুভশ্রী।

তখন থেকেই সুপারহিট হয় এই জুটি। এমনকি, সেই সময় অনেকেই ভেবেছিলেন যে পর্দার বাইরে দেবের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন শুভশ্রী। তবে, সেসব এখন অতীত।
এই মুহূর্তে, রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্ক টলিউডে ওপেন সিক্রেট, পাশাপাশি শুভশ্রী রাজের ভরা সংসার। তাই , দেব শুভশ্রীর সম্পর্কের রসায়ন এখন অতীত। কিন্তু, মানুষের মধ্যে এই জুটিকে নিয়ে গসিপ এখনও তাজা।
সম্প্রতি, এক বিনোদন চ্যানেলে শুভশ্রী বসেছিলেন কিছু প্রশ্ন উত্তরের গেম নিয়ে, যেখানে দেখানো হয়, গুগুলে শুভশ্রীকে নিয়ে কি কি বিষয়ে বেশি সার্চ করা হয়। শুভশ্রীকে জিজ্ঞেস করা হয় তার সুপ্ত প্রতিভা কি? কোন শ্যুটিং করতে