Moto G32 বিক্রি শুরু করল Motorola, Flipkart থেকে মাত্র 999 টাকায় কেনার সুযোগ
Produced by Satyaki Bhattacharyya | EiSamay.ComUpdated: Aug 16, 2022, 3:44 PM
Moto G32 Sale Begins: শুক্রবার এই ফোন বিক্রি শুরু হয়েছে। এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। সঙ্গে রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা ও 5,000 mAh ব্যাটারি।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Moto G32। বাজেট সেগমেন্টকে পাখির চোখ করে এই ফোন বাজারে এনেছিল Motorola। শুক্রবার এই ফোন বিক্রি শুরু হয়েছে। এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। সঙ্গে রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা ও 5,000 mAh ব্যাটারি। মাত্র 999 টাকায় এই ফোন কেনার সুযোগ মিলবে। দেখে নিন কী ভাবে?
