সারারাত হোটেল রুমে আমার সঙ্গে শাহীদ কাপুর ছিলেন’, বহু বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন সইফ পত্নী করিনা


‘সারারাত হোটেল রুমে আমার সঙ্গে শাহীদ কাপুর ছিলেন’, বহু বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন সইফ পত্নী করিনা

Sangbad Safar Desk5 hours ago

 Less than a minute

বলিউডে যতজন তারকার মধ‍্যে সম্পর্ক গড়ে উঠেছে কিংবা গুজব ঘটেছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শাহিদ করিনার প্রেম। একযুগ পেরিয়ে গেছে তাদের বিচ্ছেদে কিন্তু আজও বলিপাড়ার গুঞ্জনে গসিপ সরগরম হয়ে ওঠে এই দুই জুটির টপিকে। সম্প্রতি ফের চর্চার কেন্দ্রবিন্দু শাহিদ করিনা।

2004 সালে ফিদা ছবিতে অভিনয় করার পর থেকেই একে অপরের প্রতি আকৃষ্ট হন এই দুই তারকা। প্রচলিত ট্রেন্ডের বাইরে হেটে একে অপরকে ভালোবাসার কথা স্বীকারও করে নিতেন তারা। যদিও ভুলবোঝাবুঝির কারণে ভেঙে যায় বলিউডের মোস্ট চর্চিত এই প্রেমকাহিনী। নিজেদের প্রেমের বিষয়ে তারা যতটা অকপট ছিলেন ততটাই শান্ত ছিলেন বিচ্ছেদের বিষয়ে। তবে সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে বিচ্ছেদে বিষয়ে মুখ খুলতে দেখা গেছে অভিনেত্রীকে।

এই বিষয়ে নীরবতা ভেঙে বর্তমানের সইফ আলি খানের ঘরনী জানান একটা সময় সারারাত একসঙ্গে ছিলেন তারা। অভিনেত্রীর বক্তব্য থেকে জানা গেছে একবার সারারাত একটি বদ্ধ ঘরে বাক বিতন্ডায় লিপ্ত হয়েছিলেন তারা। এমনকি তাদের ব্যক্তিগত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আর সেই সূত্র ধরেই সেই সময় মিডিয়ার শিরোনামে উঠে এসেছিলেন এই দুই তারকা।

যদিও পরবর্তীতে দুজনেই মুভ অন করেন। 2012 সালে সইফ আলি খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বেবো‌। অপরদিকে 2015 তে মীরা রাজপুতের সাথে ঘর বাঁধেন শাহিদ কাপুরও। বর্তমানে তারা দুজনেই যে নিজেদের কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নিয়েছেন তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

Leave a comment