জন্ম নিবন্ধনAugust 19, 2022
2

ভোটার আইডি কার্ড মাতার নাম সংশোধনের জন্য করণীয় কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুত আবেদন নিষপত্তি হতে পারে সে বিষয়ে সঠিক ধারণা না থাকলে ভোগান্তি তো একটু হতেই পারে।। আজ এই কাগজ চাইছে তো কাল ওই কাগজ চাইছে ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর বলে বেড়াচ্ছে নির্বাচন অফিস ভোগান্তির শেষ নেই! কি কি কারনে মাসের পর মাস অপেক্ষা করা লাগে চলুন জানি এবং সেই সাথে আরো জানি কি করলে ভোটার আইডি কার্ড সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি হ
একটি এনআইডি কার্ড একজন ব্যক্তির অনেকগুলো তথ্য বহন করে। যাদের এনআইডি কার্ডে মাতার নাম ভুল আছে তারা নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন। মাতার নামে কি কি ধরনের ভুল হতে পারে । হতে পারে তাদের নামের আগে থাকা মোছাঃ নেই যোগ করবেন অথবা মোঃ দেওয়া আছে বাদ দিতে হবে তাদের নাম পদবি ভুল থাকতে পারে, নামের বানান ভুল হতে পারে।
কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় পিতার নাম সম্পূর্ণ ভুল এসেছে। এছাড়া আরো অন্যান্য কিছু ব্যতিক কর্মী ভুল থাকতে পারে যেমন মাতার নামের পদবী হয়েছে বেগম বা নামের আগে মোহাম্মদ দেওয়া আছে ইত্যাদি। যে ধরনেরই ভুল হোক না কেন সেগুলো সংশোধন করার জন্য দুটি উপায়