এই সংস্থার তথ্য খতিয়ে দেখতে গিয়ে ইডি কর্তারা জানতে পেরেছেন আদতে এই সংস্থার ১০০ শতাংশ শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যের নামে।এই টেক্সটাইল সংস্থায় পনেরো শতাংশ শেয়ার ছিল তার স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে। এছাড়াও ৭৫ শতাংশ তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় ও দশ শতাংশ জামাই কল্যাণময় ভট্টাচার্য নামে শেয়ার ছিল। তথ্য বলছে ২০১৬ সাল পর্যন্ত এই তিনজনেরই শেয়ার ছিল টেক্সটাইল সংস্থা অনন্ত টেক্সফাব প্রাইভেট লিমিটেডে।আরও পড়ুন: বাধা পেরিয়ে বাড়িতে ঢুকেই অবাক সিবিআই! অনুব্রত যা করলেন, সিনেমাও হার মানবেইডি সূত্রে খবর যখন কোম্পানির শেয়ার হস্তান্তর দেখানো হয় তখন বলা হয় কোম্পানিটি লোকসানের মধ্যে যাচ্ছে কিন্তু নথি বলছে এই কোম্পানির কোষাগারে উদ্বৃত্ত হিসেবে প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা ছিল। সেই সময়ই প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে থাকা শেয়ারের অংশ হস্তান্তর করা হয় ইচ্ছে এন্টারটেইনমেন্টের কাছে। পরবর্তীতে সোহিনী ও জামাই কল্যাণময় এর নামে থাকা শেয়ার কিনে নেয় অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই টাকায় নিয়োগ দুর্নীতি থেকে তোলা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা ই ডি। আর সেই নথিকে পরবর্তীতে চার্জ শিট দেওয়ার ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।Published by: Suman BiswasFirst published: August 11, 2022, 13:57 ISTনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।Tags:

এই সংস্থার তথ্য খতিয়ে দেখতে গিয়ে ইডি কর্তারা জানতে পেরেছেন আদতে এই সংস্থার ১০০ শতাংশ শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তিন সদস্যের নামে।এই টেক্সটাইল সংস্থায় পনেরো শতাংশ শেয়ার ছিল তার স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে। এছাড়াও ৭৫ শতাংশ তার মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় ও দশ শতাংশ জামাই কল্যাণময় ভট্টাচার্য নামে শেয়ার ছিল। তথ্য বলছে ২০১৬ সাল পর্যন্ত এই তিনজনেরই শেয়ার ছিল টেক্সটাইল সংস্থা অনন্ত টেক্সফাব প্রাইভেট লিমিটেডে।

আরও পড়ুন: বাধা পেরিয়ে বাড়িতে ঢুকেই অবাক সিবিআই! অনুব্রত যা করলেন, সিনেমাও হার মানবে

ইডি সূত্রে খবর যখন কোম্পানির শেয়ার হস্তান্তর দেখানো হয় তখন বলা হয় কোম্পানিটি লোকসানের মধ্যে যাচ্ছে কিন্তু নথি বলছে এই কোম্পানির কোষাগারে উদ্বৃত্ত হিসেবে প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা ছিল। সেই সময়ই প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে থাকা শেয়ারের অংশ হস্তান্তর করা হয় ইচ্ছে এন্টারটেইনমেন্টের কাছে। পরবর্তীতে সোহিনী ও জামাই কল্যাণময় এর নামে থাকা শেয়ার কিনে নেয় অর্পিতা মুখোপাধ্যায়। আর সেই টাকায় নিয়োগ দুর্নীতি থেকে তোলা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী সংস্থা ই ডি। আর সেই নথিকে পরবর্তীতে  চার্জ শিট দেওয়ার ক্ষেত্রে হাতিয়ার করতে চলেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Published by: Suman Biswas

First published: August 11, 2022, 13:57 IST

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Tags:

Leave a comment